পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে বিএনপির হামলায় জামায়াত ইসলামের সাতজন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মোল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।
তিনি জানান, ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমের পক্ষে গত ৭ ডিসেম্বর পোষ্টার লাগানোর সময় বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর কতিপয় সমর্থক বেশ কয়েক জন জামায়াত শিবির নেতাকর্মীকে চর-থাপ্পড় ও অশালীন আচরণ করে।
এ ঘটনায় হামলাকারীদের বিচার দাবিতে মোল্লারহাট জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ৮ ডিসেম্বর বিকেলে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিষয়টি বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সমাধানের আশ্বাস দেওয়ায় মানববন্ধন কর্মসূচি স্থগিত করে জামায়াতে ইসলামী। পরে সোমবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা বাজারে আসলে তাদের উপর হামলা চালানো হয়। এ বিষয়ে আমরা মামলা দায়ের করবো।
রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি। তারা বিক্ষোভ করবে আর আমরাও বিক্ষোভ করবো এ নিয়ে একটু ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। কিন্তু কোন মারামারি হয়নি।
নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।