সিরাজগঞ্জের বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫১ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে যমুনা সেতুর পশ্চিম থানার গোলচত্বর এলাকায় অভিযান চালায় সংস্থাটি। এ সময় দুই কারাবারিকে গ্রেপ্তার করা হয়।
এদিন দুপুরে র্যাব-১২-এর উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. ফারহান-উজ-জামান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পুকুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আজিজুল হক (৩২) ও একবরপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে মো. বিশু আলী (২৮)।
র্যাব জানায়, ঢাকা-রাজশাহী মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রকের বডির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি, পাঁচটি মোবাইল ও নগদ ১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।