বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের দেশে আসা নিয়ে রাজনৈতিক মহল বেশ সরগরম। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ বিষয়টি গুরুত্ব পাচ্ছে। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও তার মা বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা চলছে। এবার তার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক সভায় তিনি বলেন, গণঅভ্যুত্থানের ১ বছর ৩ মাস পেরিয়ে গেলেও অজানা কারণে তিনি (তারেক রহমান) দেশে আসছেন না। কিন্তু আমরা মনে করি তিনি বাংলাদেশে আসলে তার জন্য কোন সমস্যা হওয়ার কোন সুযোগ নেই।
সারজিস আলম বলেন, এনসিপি মনে করে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোর সুন্দর প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে। আমরা নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি করবো না। কেউ যদি কোন ধরনের অপ্রত্যাশিত কাজ করে অথবা ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাহলে আমরা মনে করি ফ্যাসিস্ট বিরোধী কোন রাজনৈতিক দল এ সুযোগ দেবে না। প্রতিটি ভোট সেন্টারে স্বচ্ছ এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এনসিপির এই নেতা মনে করেন, আগামী নির্বাচনে বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের প্রতিযোগিতার যে সরল সমীকরণ, এই সরল সমীকরণ এবার আর থাকবে না। বরং এটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে, দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দল নির্ধারণ করবে প্রথম দুটি দলের মধ্যে কোন দল আগামী নির্বাচনে সরকারের প্রতিনিধিত্ব করবে।
তার ভাষ্য,, মাঠের পরিস্থিতি এখন বদলে গেছে। দেশের জনগণ জুলুম ও অপকর্মকারীদের বয়কট করছে। যারা মানুষের পাশে থাকছে, তাদের কাছে গিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছে। এদের প্রতি জনগণের আগ্রহ বাড়ছে। এনসিপি একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল হিসেবে সেই জায়গাটা নিতে চায়।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে সারজিস আলম বলেন, আগামী নির্বাচনে কেউ যদি নির্দিষ্ট ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের আদর্শ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে মানুষ এটা থেকেও বিমুখ হবে। আগামীর বাংলাদেশে সংস্কারের পক্ষে যেকোন পরাশক্তি ও আধিপত্যবাদের বিপক্ষে আমরা একটি রাজনৈতিক দল দাঁড় করবো। জনগণের প্রতিনিধি হয়েই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব।
ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়কব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, জেলা আহ্বায়ক রফিকুল আলম, সদস্য সচিব খলিলুর রহমানসহ প্রমুখ।