ভারতে এক বছর এক মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি জেলে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তাদের হস্তান্তর করেছে বিএসএফ। ফেরত আসা ছয় বাংলাদেশির সবাই কুড়িগ্রামের চিলমারী উপজেলা বাসিন্দা।
তারা হলেন—উপজেলার জোরাগাছা এলাকার হরিণের বন্দ গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল মিয়া (৩৫), ব্যাপারী পাড়া গ্রামের ফকির আলীর ছেলে আমের আলী (৩৫), রমনা এলাকার ব্যাপারীপাড়া গ্রামের বাহাদুরের ছেলে বিপ্লব মিয়া (৪৫), মো. ইছাহাক আলীর ছেলে মীর জাফর আলী (৪৫) ও তার ছোট ভাই বকুল মিয়া (৩২), এবং যাদুরচর এলাকার বকবাদা ব্যাপারী পাড়া গ্রামের ছলিম উদ্দিন ব্যাপারীর ছেলে চাঁন মিয়া (৬০)।
পুলিশ ও বিজিবি জানায়, চিলমারী উপজেলার ছয়জন জেলে ২০২৪ সালের ৪ নভেম্বর স্থানীয় জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে যায়। এ সময় পথ হারিয়ে তারা ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফের হাতে আটক হয়। পরে তাদের মেঘালয়ের কালাইর চর পেট্রোল থানায় হস্তান্তর করে বিএসএফ। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তুরা কারাগারে পাঠায় দেশটির পুলিশ।
বিএসএফ বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। দুদেশের আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার বিকেলে ভারতীয় পুলিশ ও বিএসএফ নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে বিজিবির উপস্থিতিতে তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, উপজেলার ছয়জন জেলে গত বছরের ৪ নভেম্বর স্থানীয় জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে ভুলক্রমে ভারতে গেলে বিএসএফ তাদের আটক করে। সেখানে এক বছরের বেশি সময় কারাভোগ শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন। আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।