আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাবুগঞ্জের স্থানীয় জনগনকে চাঁদাবাজ আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বাবুগঞ্জে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় নারী বিক্ষুব্ধদের হাতে ঝাড়ু দেখা যায়।
বিক্ষুব্ধরা জানান, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালের বাবুগঞ্জের স্থানীয় জনগনকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। কি কারনে এমন বক্তব্য দিল জানতে চাওয়ার পাশাপাশি এর বিচারের দাবি জানান। এছাড়া প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলটি বাবুগঞ্জের লোহালিয়া গ্রাম থেকে শুরু মীরগঞ্জ ফেরিঘাট গিয়ে শেষ হয়।