নীলফামারীর ডিমলায় চরের জমি দখলের অভিযোগে ভুক্তভোগিরা মানববন্ধন করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় টেপাখরিবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের লক্ষ্যে আব্দুল মোতালেব হোসেন পাঞ্চু মল্লিক গং নামে পরিচিত একটি মহল দীর্ঘদিন ধরে চরের সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। দলিল জালিয়াতি, হুমকি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিরীহ মানুষদের জিম্মি করে রাখা হচ্ছে।
বক্তারা বলেন, মোতালেব পাঞ্চুর ছেলে ফারুক হোসেন জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি ছিলেন রাজনৈতিক সুরক্ষা পেয়েই সে এলাকায় দুঃসাহসী হয়ে ওঠে এবং হামলা-মামলার ভয় দেখিয়ে বহু পরিবারের জমি দখল করে ঘরছাড়া করেছে।
ভুক্তভোগিরা জানান, বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা না নেওয়ায় দখলচেষ্টা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভাষ্য, দিনের পর দিন হয়রানি, হুমকি ও চাপের মুখে আমরা নিজেদের জমিতে কাজ করতে পারছি না। আইনের শাসন থাকলে এ ধরনের দুঃসাহস কেউ দেখাতে পারে না।
মুসা ভান্ডারী নামের এক কৃষক জানান, বাপ-দাদার সময়ের জমি। এখন এসে বলে জমি তাদের। কাগজ চাইলে হুমকি দেয়। মামলায় জড়িয়ে ঘরছাড়া করার ভয় দেখায়।
ভুক্তভোগি সাইজুদ্দিন বলেন, এই জমিই আমাদের বেঁচে থাকার ভরসা। এটা কেড়ে নিলে আমরা পথে বসে যাবো। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া উপায় নেই।
মানববন্ধনে ভুক্তভোগিরা জানান, জমি দখলের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। এ সময় তারা অবিলম্বে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং চরের জমির সুনির্দিষ্ট পরিমাপ নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা বলেন, ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।
এ প্রসঙ্গে অভিযুক্ত আব্দুল মোতালেব হোসেন পাঞ্চু মল্লিক এর সাথে যোগাযোগ করা জন্য একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও ফোন বন্ধ থাকায় তার মন্তব্য দেওয়া সম্ভব হয়নি।