প্রকাশিত :
১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৯:১৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইনের জেলা প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলায় গ্রেপ্তার মেম্বার নুরবানুর জামিন নাকচ করেছেন চিফ জুডিশিয়াল আমলী আদালত-২ এর বিচারক বেগম ক্যাথরিন গমেজ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নুরবানুকে আদালতে হাজির করলে বিচারক জামিন আবেদন খারিজ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কোর্ট পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হামলায় যুক্ত আরেক আসামি আনোয়ার মেম্বারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী মোরসালিন জানান, সাংবাদিক মনোয়ার হোসেন ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই জনপ্রতিনিধি রাগান্বিত হয়ে তার পথ রোধ করে গালাগালি করেন ও হত্যার উদ্দেশ্যে হামলা চালান।
হামলার শিকার মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশের কারণে আমাকে ভয়ভীতি দেখিয়ে হামলা করা হয়েছে। এটি গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। আমি চাই, এ ঘটনার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার হোক।
পুলিশের তথ্য অনুযায়ী, ৩০মে ২০২৫ প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে নুরবানু ও আনোয়ারের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে সমস্যা দেখা দেয়, পরে সেই ক্ষোভের জের ধরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে পরিকল্পিতভাবে সাংবাদিক মনোয়ারের ওপর হামলা চালানো হয়।
জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অভিযোগের ভিত্তিতে নুরবানুকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত জামিন নামঞ্জুর করেছেন। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।