নির্বাচন কমিশনের (ইসি) নতুন নির্দেশনা অনুসারে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম নিজ উদ্যোগে সব নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন সরিয়ে নিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল শহরের বিভিন্ন পয়েন্টে নিজের পোস্টার নিজেই অপসারণ করেছেন দাঁড়িপাল্লার এই প্রার্থী।
এ সময় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে এমপি পদপ্রার্থী আ স ম সায়েম বলেন, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামী। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনী প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে।