শরিফ ওসমান হাদির বোন মাসুম বেগম বলেছেন, ‘এদেশে দেশপ্রেমিক মানুষ থাকবে না, ভারত ওরে বাঁচতে দিবে না। ও ভারত বিরোধী লেখা লিখে। এ দেশে ভারতের হাজার হাজার র আছে, আওয়ামী লীগ আছে, ওর শত্রুর অভাব নাই। এ দেশে জিয়াউর রহমানকেও বাঁচতে দেয়নি।’
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হাদির গুলিবিদ্ধের খবর শুনেই ঢাকার উদ্দেশ্যে আসার সময় আহাজারি করতে করতে এসব বলেন তিনি।
হাদির বোনের স্বামী মনির হোসেন বলেন, ‘ওসমান হাদি এমন একজন ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম। ও শাহবাগের মোড়ে যা বলে পরিবারের সদস্যদেরও একই কথা বলে। আমরা আগে থেকেই বলতাম বাংলাদেশে স্বচ্ছ মানুষের রাজনীতি করা সম্ভব নয়, কিন্তু ও বলতো কারো না করো তো শুরু করতে হবে। আমরা জানতাম এধরণের ঘটনা ঘটতে পারে। হাদি বলতো, আমি শুরু করবো আমি হয়তো থাকবো না আমার দেখাদেখি হাজার হাজার হাদি জন্ম হবে।’
শরিফ ওসমান হাদি ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালী গ্রামের মুন্সি বাড়ির মরহুম মাওলানা আব্দুল হাদীর ছোট ছেলে। তার বাবা মরহুম মাওলানা আব্দুল হাদী নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ছিলেন। তার তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মাওলানা আবু বক্কর ছিদ্দিক বরিশাল গুঠিয়া জামে মসজিদের ইমাম ও খতিব। মেঝ ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন।