লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অফিসের নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনা টের পেয়ে অফিস কর্মচারীরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা নির্বাচন সূত্র জানায়, ভোর ৪টার দিকে নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং নিজেরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে।
জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।