প্রকাশিত :
১৪ ডিসেম্বর ২০২৫, ১:২৭:৩৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়নপ্রত্যাশীদের জন্য মনোনয়নপত্র বিক্রির সব প্রস্তুতি সম্পন্ন করেছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি ছবি ছাড়া ভোটার তালিকার সিডির আসনভিত্তিক মূল্যও নির্ধারণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থিতা প্রত্যাহারের তিন সপ্তাহ পর, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
এই তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার জন্য প্রার্থীরা ১৮ দিন এবং প্রচারের জন্য পাবেন ২০ দিন সময়। সারা দেশে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম জেলা ও মহানগর এলাকায় রয়েছে ১৬টি আসন।
‘ছবি ছাড়া’ ভোটার তালিকার সিডির মূল্য
আসনভিত্তিক ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে তার মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের জন্য ১৭ হাজার টাকা, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ১৮ হাজার টাকা, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) ১২ হাজার টাকা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড উপজেলা ও চসিকের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) ১০ হাজার টাকা। চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ড) ১৩ হাজার টাকা, চট্টগ্রাম-৬ (রাউজান) ১১ হাজার ৫০০ টাকা, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ১২ হাজার টাকা এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) ১১ হাজার ৫০০ টাকা।
এছাড়া, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী ও বাকলিয়া) সাত হাজার টাকা, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী, হালিশহর, খুলশী ও পাঁচলাইশ) চার হাজার টাকা, চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা ও সদরঘাট) পাঁচ হাজার টাকা। চট্টগ্রাম-১২ (পটিয়া) ১৩ হাজার টাকা, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আট হাজার টাকা, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) ১৬ হাজার টাকা, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়ার আংশিক) ১৪ হাজার ৫০০ টাকা এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জন্য ১১ হাজার ৫০০ টাকা।
জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র সংগ্রহের আগে প্রার্থীদের নির্ধারিত ফি জমা দিয়ে সংশ্লিষ্ট আসনের ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে হবে। পাশাপাশি মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে জামানতের টাকা। এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে জামানতের পরিমাণ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২০ হাজার টাকা।
চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, গত শুক্র ও শনিবার এখনো কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সাধারণত শেষের দিকে এসে প্রার্থীরা ফরম সংগ্রহ করেন। এবারও তেমন হতে পারে। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি রয়েছে।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। জেলা কার্যালয়গুলোতে ঢাকা থেকে মনোনয়ন ফরম আসা শুরু হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রের প্রস্তুতি, বুথ স্থাপন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।