প্রকাশিত :
১৪ ডিসেম্বর ২০২৫, ৪:০১:৪৯
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) বিভীষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার আবদুল মান্নান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে ২ জন শিশু, ৯ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
আবদুল মান্নান আরও জানান, রোববার ভোরে সীমান্ত টহলের সময় আন্তর্জাতিক পিলার ২১৯/৭১ আরএস হতে বাংলাদেশের আনুমানিক ১ কিলোমিটার ভেতরে লালমাটিয়া নামক স্থানে ওই পনেরো জনকে দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় তাদের আটক করে ক্যাম্পে আনা হয়।
তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাদের গোমস্তাপুর থানায় পাঠানো হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, পুশ-ইনের শিকার পনেরো জন বাংলাদেশি নাগরিককে রহনপুর ডাক বাংলোতে, গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার তত্বাবধানে রাখা হয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের অভিভাবকদের ডেকে পরিচয় যাচাই করে পরিবারের কাছে হস্তাস্তর করা হবে।