সাতক্ষীরায় ইউনিফর্ম পরে জামায়াতের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ইসলামিক সঙ্গীত পরিবেশন ও বক্তব্য দেওয়ায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা চলমান।
রোববার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ ডিসেম্বর রাত ৮ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া আমতলা মোড়ে, সদর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জামায়াতের আমির মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভায় হয়। পথসভায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ (যশোর জেলায় কর্মরত) পুলিশের পোশাক পরা অবস্থায় ইসলামী সংগীত পরিবেশন করেন।
যশোর পুলিশ লাইন্স সূত্রে জানা যায়, তিনি ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের ছুটি শেষে ১২ ডিসেম্বর কর্মস্থলে হাজির হন।
ছুটিতে নিজ বাড়ি নড়াইলে অবস্থান না করে পুলিশের পোশাক পরে সাতক্ষীরায় এসেত জামায়াতের রাজনৈতিক পথসভায় ইসলামী সংগীত পরিবেশন করেন ও বক্তব্য দেন, যা পুলিশের পেশাদারিত্ব এবং ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তার সাথে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি স্বীকার করেন।
ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।