আপডেট :
১৪ ডিসেম্বর ২০২৫, ৯:৪০:৫৩
সুদানে জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর একজন মো. সবুজ মিয়া। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। বাড়িতে চলছে শোকের মাতম।
নিহত সবুজ মিয়া উপজেলার মহদিপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামের বাসিন্দা। তিনি গ্রামের মৃত হাবিদুল রহমান ও সাকিনা বেগমের ছেলে। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সবুজ মিয়া।
স্বজন ও স্থানীয়রা জানান, ২০১০ সালে সবুজ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে যোগ দেন। তার এক বড় বোন আছে। সবুজ মিয়া এক বছর আগে নাটোর জেলায় বিয়ে করেন। তার স্ত্রী ও মা বর্তমানে বাড়িতে রয়েছেন। সর্বশেষ গত ৭ নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে সুদানে যান তিনি।
ছোট বেলায় বাবা হারানো সবুজ মিয়ার এমন আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে আনাসহ পরিবারটির পূর্নবাসনের দাবি করেছন এলাকাবাসী।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান, নিহতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেসে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও আটজন।