আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার পর কুমিল্লায় শুরু হয়েছে অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কাজ। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে এই অভিযান চালানো হয়।
এসময় রাস্তার পাশের ল্যাম্পপোস্ট, দেয়াল ও বিলবোর্ড থেকে পোস্টার অপসারণ করা হয়।
সিটি কর্পোরেশনের কর্মীরা জানান, আগে কিছু পোস্টার ব্যানার প্রার্থীরা নিজ উদ্যোগে অপসারণ করলেও শহরের বেশিরভাগ এলাকায় তা রয়ে গেছে। তাই নগরীকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।