প্রকাশিত :
১৫ ডিসেম্বর ২০২৫, ৫:৫২:৫০
যশোরে মানবসেবা ট্রেডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
নামমাত্র জামানতের বিনিময়ে দুই কক্ষবিশিষ্ট ঘর, বাথরুম, পানির ট্যাংক ও সাবমারসিবল পাম্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটি প্রায় পাঁচহাজার গ্রাহকের কাছ থেকে এ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। ভুক্তভোগীরা সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা ভুক্তভোগী ফাতেমা খাতুন জানান, মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মুরাদ হোসেন ও স্বরূপদাহ গ্রামের শফিকুজ্জামান ২০২৪ সালের নভেম্বরে মণিরামপুর ও অভয়নগরসহ ৮ উপজেলায় মানবসেবা ট্রেডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খোলেন। এরপর তাদের ২৫জনকে মাঠকর্মী হিসেবে নিয়োগ দেন।
তাদের বিদেশী সহায়তায় নামমাত্র মূল্যে বাড়ি, বাথরুম, পাম্প ও সোলার লাইট স্থাপনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। তারা গ্রামে গ্রামে ঘুরে পাঁচহাজার গ্রাহক সংগ্রহ করেন। মানুষের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ৪ কোটি টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানে জমা দেওয়া হয়। এক বছর হয়ে গেলেও কোনো গ্রাহককে কিছুই স্থাপন করে দেওয়া হয়নি। দুইমাস আগে মুরাদ ও শফিকুজ্জামান আত্মগোপনে যান। এখন গ্রাহকরা টাকা ফেরত পেতে তাদের উপরে চাপ সৃষ্টি করছে বলেও জানান ফাতেমা খাতুন।
তিনি আরও জানান, মুরাদ ও শফিকুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তারা উল্টো প্রতারণার মামলা ও ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় মাঠকর্মী হিসেবে কাজ করা ২৫জন দিশেহারা হয়ে পড়েছেন। দুই প্রতারকের বিরুদ্ধে থানায়, সেনাবাহিনী ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। এ অবস্থায় সংবাদ সম্মেলনে ওই দুই প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের টাকা উদ্ধারে প্রশাসনের সহায়তা প্রয়োজন।