মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানে কুষ্টিয়ায় ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে ৪৭ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় এলএসডি ও ১ কেজি ফরচুন বাসমতি চাল জব্দ করা হয়।
অন্যদিকে সকাল ১০টার দিকে মেহেরপুরের কাজিপুর সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ ও সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত থেকে ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে দৌলতপুরের চরচিলমারী সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১৩৬ বোতল ভারতীয় চোকো সিরাপ ও দুপুরে প্রাগপুর এলাকা থেকে ১১০ কেজি পেঁয়াজের ফুল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকা।
৪৭ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।