জামালপুরের মেলান্দহ উপজেলার ডেফলা ব্রীজ সংলগ্ন একটি কলাবাগান থেকে বেবি আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেবি আক্তার উপজেলার কাঙ্গালকোষা এলাকার ধোলা মিয়ার মেয়ে। ২০ বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডেফলা সেতুর নিচে কলাবাগান থেকে নগ্ন অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে ব্রিজ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে ব্রিজের নিচে নামলে মরদেহটি দেখতে পান। পরে আশেপাশের লোকজন পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।
নিহতের গলার দিকে ক্ষতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।