নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও শোডাউন করায় যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে শোকজ করেছেন নির্বাচন কমিশন।
সোমবার (১৫ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার স্বাক্ষরিত এক শোকজ নোটিশে আগামী দুই দিনের মধ্যে লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি মিছিল ও শোডাউন হয়। রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে নেতাকর্মীরা বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত একটি পথসভা করেন। এ সময় ধানের শীষ প্রতীক ও বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল ও শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। ভিডিওটি বিএনপি প্রার্থী নিজেও তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন বলে জানা গেছে।
পরে স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনার উদ্যোগ নিলেও তার আগেই কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা চলে যান। এরপর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট প্রার্থীকে শোকজ করা হয়।
শোকজ নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ। অথচ ১৫ ডিসেম্বর বিকেলে অনুমোদন ছাড়া বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে নির্বাচনী উদ্দেশ্যে মিছিল ও শোডাউন করা হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়, যেহেতু ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব যশোর-৪ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, তাই তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকার জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রার্থী নিজে উপস্থিত না থাকলেও তার পক্ষে নেতাকর্মীরা শোডাউন করেছেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। শোকজের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আমরা শোকজের জবাব জমা দিয়েছি। সোমবার নেতাকর্মীরা অজ্ঞতাবশত মিছিলটি করেছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন জানানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।