প্রকাশিত :
১৮ ডিসেম্বর ২০২৫, ২:১২:২৮
জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের দুই নেতা বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তারা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের কাছে যোগদান করেন।
যোগদানকারী দুই নেতা হলেন- মাদারগঞ্জ শহরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু এবং একই এলাকার বাসিন্দা ও শহর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন। উপজেলা বিএনপির সভাপতি তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন।
জানা গেছে, আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন দীর্ঘসময় ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ৯০ দশক থেকে তারা বিএনপি করে। দলের বিভিন্ন পদেও তারা দায়িত্ব তারা পালন করেছেন। ২০১৮ সালে তারা আওয়ামী লীগে যোগ দেন।
আবুল হোসেন ওরফে ভিক্কু বলেন, আমি ১৯৮৬ সাল থেকে বিএনপি করি। বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলাম। মাদারগঞ্জ পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়িক চাপে ২০১৮ সালে বিএনপি ছাড়তে হয়েছিল। কিন্তু মনেপ্রাণে বিএনপিকে ভালোবাসি। আমার রক্তে বিএনপি মিশে আছে।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের খান বলেন, ঘরের ছেলে ঘরে ফেরায় আমরা তাদের স্বাগত জানিয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তারা কাজ করবেন বলে জানান তিনি।
এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।