প্রকাশিত :
১৮ ডিসেম্বর ২০২৫, ৩:৪০:৫৪
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ বলেছেন, রাষ্ট্র পরিচালনায় নির্বাহী, বিচার ও আইন বিভাগের পাশাপাশি গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই চারটি স্তম্ভের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেয়ে দ্বান্দ্বিক সম্পর্কই রাষ্ট্রব্যবস্থার জন্য বেশি গুরুত্বপূর্ণ। একজন যেন স্বেচ্ছাচারি হয়ে উঠতে না পারে, সেজন্য বাকি তিনটি স্তম্ভ তাকে নিয়ন্ত্রণে রাখে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত সিএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসিব আজিজ আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যখন পরস্পরের সঙ্গে এক এলাইনমেন্টে চলে যায়, তখন রাষ্ট্রব্যবস্থা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে। গত ১৭ বছরে বাংলাদেশে তার বাস্তব উদাহরণ দেখা গেছে। পেশাগত বন্ধুত্ব নয়, বরং প্রত্যেককে নিজ নিজ পেশায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সেটিই একটি সুস্থ রাষ্ট্রব্যবস্থার মূল শর্ত।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার জানান, নির্বাচন নিয়ে সম্ভাব্য বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ তিন মাস ধরেই কাজ শুরু করেছে। চ্যালেঞ্জগুলো এখন দৃশ্যমান হচ্ছে। তবে আমরা প্রস্তুত আছি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা জোরদার করার কথাও উল্লেখ করেন।
মতবিনিময় সভার সঞ্চালনা করেন মো. শাহনেওয়াজ লিটন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আনোয়ার সাঈফী। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ।
সভায় আরও বক্তব্য দেন পিপলস ভিউ এর সম্পাদক ওসমান গনি মনসুর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম, কার্যনির্বাহী সদস্য সালেহ নোমান ও রফিকুল ইসলাম সেলিম।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, পুলিশের প্রতি প্রেস ক্লাবের সহানুভূতি ও সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। ৫ আগস্ট ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর চট্টগ্রাম প্রেস ক্লাব নতুন পরিবেশে সবাইকে সহযোগিতার ভিত্তিতে একত্র করতে পেরেছে। আমরা সবাই একে অপরের বন্ধু হিসেবে মাঠে কাজ করতে চাই।