বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মহাসড়কের পাশ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। উদ্ধার করা লাশটি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরবয়রা গ্রামের জসিম হাওলাদারের ছেলে শাকিল হাওলাদারের (১৮)।
শাকিলের চাচা মুসা হাওলাদার বলেন, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে শাকিল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৭টার দিকে শেষবার মোবাইল ফোনে শাকিলের সাথে তার মায়ের কথা হয়। এরপর আর কোন খোঁজ পাওয়া না গেলে রাতেই বিষয়টি দুমকি থানা পুলিশকে অবহিত করা হয়।
শাকিলের পিতা জসিম হাওলাদার জানান, চাচাতো ভাইদের সাথে তার জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে তার বৃদ্ধ মাতাকেও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। তার ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তার একমাত্র ছেলে শাকিলকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের নাটক সাজিয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার কে এম সোহেল রানা বলেন, শাকিলের দুই হাত ও এক পা ভাঙা। তার মুখেও আঘাতের চিহৃ রয়েছে। অটোরিকশা পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। শাকিলের পরিবার হত্যা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।