লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দরের ট্রাক ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভেতর থেকে এক ভারতীয় চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ট্রাকের কেবিনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত চালকের নাম সনম তামাং (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার মন্ডলপাড়া গ্রামের কাঞ্ছা তামাংয়ের ছেলে। তিনি নিয়মিত চ্যাংড়াবান্ধা থেকে বুড়িমারী স্থলবন্দরে পণ্য পরিবহনের কাজ করতেন।
স্থলবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে ভুটানি পাথরবোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন সনম তামাং। বুড়িমারী স্থলবন্দরের নির্ধারিত স্থানে পাথর খালাস করার পর ট্রাকটি বন্দরের ইয়ার্ডে পার্ক করেন তিনি। রাতে অন্য চালকদের মতোই তিনি নিজ ট্রাকের কেবিনে ঘুমাতে যান। শুক্রবার সকালে ভারতে ফিরে যাওয়ার কথা ছিলো তার।
সকাল ৬টার দিকে পাশের ট্রাকে থাকা সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে কেবিনের কাছে গিয়ে দেখেন সনম তামাং নিথর অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি স্থলবন্দর কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট পেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে স্থলবন্দরের অন্যান্য পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।