প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৫, ৯:০৩:৩৪
২২ দিন নিখোঁজ থাকার পর পঞ্চগড় সদর উপজেলার ৬নম্বর সাতমোড়া ইউনিয়নের নয়মাইল নামক স্থানের পাশে একটি আখক্ষেত থেকে আক্তারুজ্জামান (৪৬) নামের এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আক্তারুজ্জামান যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) লাশটি উদ্ধার করা হলেও পরিবারের সদস্যরা শুক্রবার (১৯ ডিসেম্বর) বিষয়টি জানতে পারেন। পরিবারের সদস্যরা শুক্রবার রাতে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন নিহতের শ্যালক মামুনুর রশীদ মামুন। তিনি জানান, পরনের প্যান্ট, শার্ট ও জুতা দেখে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন যে লাশটি তার বোনের স্বামীর।
লাশটি উদ্ধারের পর মামলার তদন্ত কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা যোগাযোগ করেছেন। তারা থানায় পৌছালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাশের গন্ধ ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। লাশটির কোন তথ্য না ছিলোনা। পরিচয় শনাক্তে একমাত্র সূত্র হয় উদ্ধারকৃত লাশের আন্ডারওয়ার। যা ছিলো পুলিশের লোগো সম্বলিত। পরে সেটি একজন পুলিশ কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তার পরনের প্যান্ট, শার্ট, জুতার ছবি নিহতের স্ত্রীকে দেখালে তিনি তার স্বামীর পোষাক বলে শনাক্ত করেন।