নওগাঁর নিয়ামতপুর উপজেলায় রাতের আঁধারে ৬ শতাধিক উন্নত জাতের আম ও মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা এলাকায় বজলুর রহমান নঈমের আমবাগানে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, বাগানে সারি সারি আমগাছ গোড়া থেকে কাটে ফেলা হয়েছে। ডালপালা ও পাতার স্তূপ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অনেক গাছে তখনও নতুন মুকুলের কুঁড়ি ঝুলছিল।
ভুক্তভোগী কৃষক বজলুর রহমান জানান, দুই বছর আগে নেহেন্দা মৌজায় সাড়ে ২০০ শতক জমিতে তিনি ৬ শতাধিক উন্নত জাতের আম ও মেহগনি গাছ রোপণ করেন তিনি। এতে বারোমাসি, কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাতের আমগাছ ছিলো।
তার দাবি, গাছ পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ শুধু আর্থিক নয়, দুই বছরের পরিশ্রম, ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা ও পরিবারের জীবিকার নিশ্চয়তাও শেষ হয়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি তুলনামূলক নিরিবিলি হওয়ায় গভীর রাতে এ ধরনের কাজ করা দুর্বৃত্তদের জন্য সহজ হয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।