শেরপুরের নকলা উপজেলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের ডোবা থেকে রেশমী আক্তার (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। রেশমী একই গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৬ ডিসেম্বর দুপুরে বন্ধুদের সঙ্গে খেলার জন্য বাড়ি থেকে বের হয় রেশমী। পরে আর ফিরে আসেনি সে। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের বাড়ীতে অনেক খোঁজাখুঁজির পরও রেশমীকে পাওয়া যায়নি। পরে ওইদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন রেশমীর বাবা সাইফুল ইসলাম।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে একটি মরদেহ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি রেশমীর বলে শনাক্ত করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, উপজেলার কায়দা মধ্যপাড়ার সাইফুল ইসলামের মেয়ে রেশমী নিখোঁজের ঘটনায় ১৬ ডিসেম্বর সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরী করেন তার বাবা। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে সাইফুলের বাড়ীর পাশের ডোবায় মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ গিয়ে রেশমীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান নকলা থানার ওসি।