আপডেট :
২২ ডিসেম্বর ২০২৫, ৭:০৯:৫৫
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ছাগলের গম খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সোহবুর হক (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহবুর হক একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিয়ামতপুর থানার পুলিশ অভিযান চালিয়ে সালাম (৫৫) ও তার ছেলে রিপনকে (২৭) গ্রেপ্তার করেছে। তারাও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর সোহবুর হকের গমক্ষেতে দুটি ছাগল ঢুকে গম খেলে তিনি ছাগল দুটি খোঁয়াড়ে বেঁধে রাখেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে ১৪ ডিসেম্বর রাতে সালামের লোকজন সোহবুর হকের ওপর হামলা চালালে তিনি নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রোববার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে চলে যায়।
এর কিছুক্ষণ পরই বিকেল সাড়ে ৪টার দিকে সালামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সোহবুর হকের বাড়িতে আবারও হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় আরও একজন আহত হয়েছেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।