তন্বীর বাসায় পূর্বপরিকল্পিতভাবে জাতীয় শ্রমিক শক্তি’র বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে, যা স্পষ্টতই একটি পরিকল্পিত হত্যাচেষ্টার ইঙ্গিত দেয় বলে অভিযোগ করেছেন জাতীয় শ্রমিক শক্তি এবং পরিবার।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় শ্রমিক শক্তি খুলনা জেলা কমিটি এবং পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ জানানো হয়।
সংবাদ সম্মেলনে মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা আক্তার বলেন, ‘তন্বীকে গ্রেপ্তার করতে পারলেই আসল সত্য বেরিয়ে আসবে।’
জাতীয় শ্রমিক শক্তি খুলনা জেলা কমিটির আহ্বায়ক মো. আশরাফুজ্জামান বলেন, ঘটনার রহস্য উদঘাটনের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা উচিত। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ এবং প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে যদি প্রমাণিত হয় যে মোতালেব শিকদার কোনো অনৈতিক কর্মকাণ্ডে বা সংগঠনের শৃঙ্খলাবিরোধী আচরণে জড়িত ছিলেন, তবে সংগঠন তার বিরুদ্ধে প্রয়োজনীয় এবং কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, ‘একই সঙ্গে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে পুলিশের পক্ষ থেকে ভিক্টিম ব্লেমিংয়ের আশ্রয় নিয়ে দায়সারাভাবে বক্তব্য প্রদান করা হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা ও নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করে মূল অপরাধ আড়াল করার চেষ্টা চলছে।’
সংবাদ সম্মেলনে মোতালেবের মা রাবেয়া বেগম এবং জাতীয় শ্রমিক শক্তি মহানগর নেতা মিরাজ উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন, তানিয়া তন্বী জাতীয় শ্রমিক শক্তির নেত্রী ছিলেন। তবে কোন পদে আছেন তা তিনি বলতে পারেননি।