ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে খুন হওয়া পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে সহানুভূতি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা ময়মনসিংহে গিয়ে দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দিপু দাসকে ১৮ ডিসেম্বর রাতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কারখানার ভেতরে ও বাইরে পিটিয়ে হত্যা করা হয়। পরে মহাসড়কের পাশে মৃতদেহ ঝুলিয়ে আগুন দেওয়া হয়েছিলো।
তবে এ ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সরকারের পক্ষ থেকে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার মঙ্গলবার ময়মনসিংহে পরিবারের সাথে দেখা করে সরকারের সহানুভূতি ও এই কঠিন সময়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় অন্তত ১২ জনকে আটক করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।