ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে সরকার, এমনটি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা মোকামিয়াকান্দা গ্ৰামে নিহত দিপুর পরিবারের খোঁজ নিতে গিয়ে তিনি এ কথা জানান।
সি আর আবরার জানান, কিছু দুষ্কৃতকারী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। এ ছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশে দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে তাদের দেখভালের দায়িত্ব গ্রহণ করেছে সরকার।
দিপু হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন শিক্ষা উপদেষ্টা। সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।
এর আগে পুলিশ পাঁচজন র্যাব সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিহত দিপুর পরিবারের খোজ খবর নেন। মানবিক সহায়তাসহ পরিবারের প্রতি সমবেদনা জানান ও ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা জানান, সরকার নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। যত রকমের অপচেষ্টা হোক না কেন তা নির্বাচনে কোনোরকম প্রভাব ফেলতে পারবে না। কোনো চাপেই নত স্বীকার করবে না সরকার।