ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়গাবলা নামক স্থানে ট্রাক চাপায় জালাল জোয়ার্দ্দার নামের এক বালু শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল জোয়ার্দ্দার ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত কিতাব্দি জোয়ার্দ্দারের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, রাত ৮ টার দিকে বালু শ্রমিক জালাল জোয়ার্দার বাড়ি থেকে মাহিন্দ্রা দিয়ে মেয়ের বাড়ি শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়গাবলা নামক স্থানে পৌছালে মাহিন্দ্রা থেকে মহাসড়কে পড়ে যান।
সে সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।