ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ করা হচ্ছে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাট। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন।
তিনি জানান,শহিদ ওসমান হাদির জন্মস্থান নলছিটিতে। তাই নলছিটি লঞ্চ টার্মিনালের নাম পরিবর্তন করে তার নামে নামকরণ করা হবে। ইতিমধ্যে টার্মিনালের সংস্কার কাজ ও রঙের কাজ চলমান রয়েছে। আগামী রোববারের মধ্যে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এখানে পরিদর্শনে আসবেন।
নলছিটি পৌর শহরের স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, আমরা ওসমান হাদির স্মরণে এমন কিছু করার দাবি করেছিলাম যেটা স্মরণীয় হয়ে থাকবে। ওসমান হাদির নামে লঞ্চ টার্মিনালের নামকরণ হলে সেটাও স্মরণীয় হয়ে থাকবে। আমরা নলছিটিবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে হত্যার উদ্দেশে তাকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।