উদীচী, ছায়ানট ও গণমাধ্যমে সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ। বুধবার (২৪ ডিসেম্বর) সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংস্কৃতি ও গণমাধ্যমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, সংস্কৃতি ও গণমাধ্যম একটি গণতান্ত্রিক সমাজের মৌলভিত্তি। এই দুই ভিত্তির ওপর বারবার হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। পরিকল্পিতভাবে সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জাহাঙ্গীর আলম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।