কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে ।
আটককৃত ভারতীয় নাগরিকের নাম এম বাবু (৪৫)। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার সারগাছি আশ্রম গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।
বিজিবি জানায়, এদিন আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ডিগ্রীরচরে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টহল দল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এম বাবু নামের এক ভারতীয় নাগরিককে আটক করে।
এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক সাত হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ভারতীয় নাগরিককে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।