প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৫, ৩:৪৯:৪৯
কুষ্টিয়ায় বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ ০৯ হাজার ৩০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় কুষ্টিয়া শহরের বাইপাস লালন চত্বর এলাকা থেকে হাবিরদার মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৪ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করেছেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, ওই দিন আনুমানিক দুপুর দেড়টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) কাজিপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৪৬/৪-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের ভেতরে কাজিপুর বর্ডার পাড়া এলাকা থেকে সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান চালায়। এতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ, ৭০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট ও ১ হাজার ১৪০ পিস চকলেট বাজি জব্দ করেছেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) ধর্মদাহ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৪৭/৯-আর হতে আনুমানিক দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদাহ এলাকা থেকে হাবিলদার মোঃ আলহাজ্ব দলিল উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ৫শ পিস সিলডিনাফিল ট্যাবলেট জব্দ করেছেন। এর আনুমানিক মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা।
এ ছাড়াও একই দিনে আনুমানিক দুপুর পৌনে ১টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) চরচিলমারী বিওপি এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ডিগ্রীর চর মাঠপাড়া এলাকা থেকে নায়েক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইএসকেইউএই নামে ১৭৭ বোতল সিরাপ ঞ্জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, আটক মাদকদ্রব্য ও চোরাচালানের সর্বমোট মূল্য ৮ লাখ ৯ হাজার ৩০০ টাকা। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে ও অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।