আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী ফারজানা ফরিদ পূথি। জামালপুরের সাতটি উপজেলা নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় আসনের মধ্যে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা’র কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিকে, নারী প্রার্থী হিসেবে তার অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, পুরুষপ্রধান সমাজ ব্যবস্থায় সরাসরি নির্বাচনি মাঠে ফারজানা ফরিদ পূথির অংশগ্রহণ নারীদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে।
এদিকে পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলা বিএনপির বিদ্রোহী প্রার্থী ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জুর স্ত্রী সোনিয়া ইসলামের মনোনয়নপত্র তার সমর্থকদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। তবে মনোনয়নপত্র সংগ্রহের সময় সোনিয়া ইসলাম নিজে উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা রয়েছে। অনেকের ধারণা, বিদ্রোহী প্রার্থিতাকে কেন্দ্র করে সম্ভাব্য আইনি জটিলতা দেখা দিলে বিকল্প হিসেবে তার স্ত্রীকে প্রার্থী করা হতে পারে।
ফারজানা ফরিদ পূথি মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকার বাসিন্দা। তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে হস্তশিল্প ব্যবসা ও বিউটি পার্লার পরিচালনার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়। এর আগে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।
বর্তমানে জামালপুর-৩ আসনে স্বশরীরে মাঠে থেকে গণসংযোগ চালানো একমাত্র নারী প্রার্থী তিনিই। তিনি নিয়মিতভাবে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন চেয়ে ব্যস্ত সময় পার করছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়ায় ফারজানা ফরিদ পূথি বলেন, ‘আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে নারীদের ক্ষমতায়ন ও সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে এ এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করব।’