বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। সেখানে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে ফরম বুঝে নেন। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সাংবাদিকদের বলেন, এই আসনে আমার পাশাপাশি নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা আমাদের সবার শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচিত হয়ে বিগত সময়ে প্রধানমন্ত্রী হয়েছেন। আমি তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে আবিদুর রহমান বলেন, তারেক রহমান আজ বাংলাদেশে এসেছেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাই। আমরা বগুড়াবাসীর কাছে আশা করছি, সব বিষয় বিবেচনা করে তারা জামায়াতের পক্ষে রায় দেবেন। বিগত ৫৪ বছরে তিনটি দল দেশ শাসন করেছে, কিন্তু সাধারণ মানুষের চাওয়া-পাওয়া তারা এক সরলরেখায় মেলাতে পারেনি।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর আমির দুর্নীতিমুক্ত ও সুশাসনের কথা বলেছেন। সুশাসন প্রতিষ্ঠিত হলেই নতুন প্রজন্মের প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের এবং সম্প্রতি প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন।
এর আগে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে এই আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। তখন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানিয়েছিলেন, দলীয় প্রধানের নির্দেশেই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে মনোনয়নপত্র তোলা হয়েছে।
বগুড়া সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৪৯ হাজার। ঐতিহ্যগতভাবে এই আসনটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে অতীতে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এবার প্রথমবারের মতো এই আসনে নির্বাচন করতে যাচ্ছেন তারেক রহমান।