চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে চাঁদপুর ও বরিশালগামী দুটি লঞ্চের মধ্যে সংষর্ষ হয়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এম খান ৭ লঞ্চ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
লঞ্চের সুপারভাইজার জানিয়েছে, এম খান ৭ লঞ্চটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালে আসছিল। পথিমধ্যে রাত ১২ টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় চাদপুর থেকে ঢাকাগামী ঈগল ৪ যাত্রীবাহী লঞ্চটি এমখান লঞ্চের পাজরে ধাক্কা দেয়। এতে লঞ্চের ট্যক্সিন, ওসারুপের পাইপ ক্ষতিগ্রস্থ হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। বিষয়টি বিআইডব্লিউটিএ এর কতৃপক্ষকে জানানো হয়েছে।
ঘটনার পর এম খান ৭ লঞ্চটি যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দরে নোঙ্গর করা হয়েছে। লঞ্চটি মেরামতের কাজ চলছে।
এদিকে মেঘনা নদীতে ঝালকাঠিগামী এমভি এডভেঞ্চার-৯ লঞ্চের সাথে চাঁদপুর থেকে ঢাকাগামী জাকির-সম্রাট-২ লঞ্চের সাথে সংর্ঘর্ষে ৩ জন নিহত হয়েছে।