লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় খালের পানিতে পড়ে মেহেদী হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মেহেদী হাসান রংপুরের গঙ্গাচড়া উপজেলার মটুকপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মনোয়ারুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মেহেদী তার মায়ের সঙ্গে নানার বাড়ি কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মান্নান মোহেনের বাড়িতে বেড়াতে আসে। সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। পানিতে দীর্ঘক্ষণ তলিয়ে থাকার কারণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়ে।