ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ শেখ সাদি (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর আগে গ্রেপ্তার এড়াতে মসজিদের মাইকে মাইকিং করে মব সৃষ্টির চেষ্টা করেন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালালে গ্রেপ্তার এড়াতে মসজিদের মাইকে মাইকিং করে মব সৃষ্টির চেষ্টা করেন শেখ সাদি। পরে তিনটি দেশীয় অস্ত্র, দুইটি গুলি, একটি খেলনা পিস্তল, ৪২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, সদরপুর থানায় অপরাধীকে হস্তান্তর করা হয়েছে ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।