পৌষের তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম। তাপমাত্রা ক্রমে হ্রাস পাওয়ায় বেড়েছে শীতের দাপট। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের ১১.৪ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় আরও কম।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে। সন্ধ্যার পর থেকে সকাল আট-নয়টা পর্যন্ত ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকছে। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
গত চার দিন ধরে সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ–নদীর তীরবর্তী চরাঞ্চলের কয়েক লাখ হতদরিদ্র মানুষের শীতকষ্ট সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে।
এদিকে শীতার্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখা থেকে জেলার নয়টি উপজেলায় শীতবস্ত্র ক্রয়ের জন্য ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিতরণের জন্য ২২ হাজার কম্বল মজুত রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।