ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে বন্ধ থাকার সাড়ে ১৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েকশো যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
শনিবার (২৭) ডিসেম্বর সকাল পৌনে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আজ (শনিবার) সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার প্রকৌপ কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। উভয় ঘাটে অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করছে। দ্রুতই সব যানবাহন পারাপার সম্ভব হবে বলেও জানান তিনি।