চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাঁদার টাকা না পেয়ে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও হাত-পা কেটে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় শিবগঞ্জ থানাধীন শ্যামপুর ইউনিয়নের ওমরপুর ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত যুবকের নাম আবু সুফিয়ান সিজু (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওমরপুর ঘাট এলাকায় অবস্থানকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত সিজুর ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কব্জি ও পায়ে আঘাত করে। এতে সিজু গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
স্থানীয় ইউপি সদস্য মফিজ উদ্দীন বলেন, কুপিয়ে জখম করা ব্যক্তি একটি ‘গ্যাং গ্রুপের সদস্য। তারা দখল আর চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সেগুলোর ভাগ—বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে এ কোপাকোপির ঘটনা ঘটেছে। এ নিয়ে চারজনকে কোপানোর ঘটনা ঘটলো।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হুমায়ূন কবির বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে হামলাকারীরা জামায়াত শিবিরের কর্মী কি না ,সেটা আমরা নিশ্চিত নই।