কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাক চালকের নাম আলমগীর হোসেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব আলী মোড়লের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন চালক আলমগীর হোসেন। রাত দেড়টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটি থামিয়ে চালককে মারধর করে ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার কাছ থেকে নগদ সাতশ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আরও টাকার দাবিতে তাকে আঘাত করা হলে চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ডাকাতরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় ট্রাক চালক আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, তিনি হাতে আঘাত পেয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।