হাদি হত্যা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামিরা এখনো ধরা পড়েনি। এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে এই কর্মসূচি শুরু হয়। এসময় তাদেরকে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভকারীরা সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
তারা বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের একমাত্র দাবি হাদি ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার।
নিউমার্কেট এলাকায় কর্মসূচি চলার ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আশপাশের সড়কগুলোতে বিভিন্ন রুটের যানবাহন আটকে থাকতে দেখা যায়।
এ বিষয়ে ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, আমাদের অবস্থান কর্মসূচি চলমান। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। কেন্দ্র থেকে নির্দেশ এলে টানা অবস্থান কর্মসূচিও চলতে পারে।
এর আগে শুক্রবার হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়।