সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৯টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে একটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস এবং সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উপজেলার বিভিন্ন স্থানে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল।
অভিযানে মেসার্স মুন্নি ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স বাবলু ব্রিকসকে এক লাখ ৬০ হাজার টাকা, মেসার্স স্টার ব্রিকসকে এক লাখ ২০ হাজার টাকা, মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার টাকা, মেসার্স শিমু অরিন ব্রিকসকে তিন লাখ টাকা, মেসার্স হিরো ব্রিকসকে তিন লাখ টাকা, মেসার্স এইচ এস ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার টাকা, মেসার্স আর কে বি ব্রিকসকে তিন লাখ টাকা ও মেসার্স তালুকদার ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম, থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।