ঘন কুয়াশা
ঘন কুয়াশায় বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট ও রাত ২টা ১৫ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ (রোববার) সকাল ৮টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল চালু হয়েছে। আরিচা-কাজিরহাট নৌরুটে চারটি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, ঘন কুয়াশায় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পরে। ফলে দুর্ঘটনা এড়াতে গতকাল (শনিবার) রাত ৯টা ৫০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে রাত ২টা ১৫ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল চালু হয়। এ নৌরুটে ১৪টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।