আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তার পুরনো আসন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। এর আগে তাকে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসনের প্রার্থী করা হয়েছিল।
দলীয় সিদ্ধান্তে পরিবর্তন এনে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী করা হয়েছে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে। তিনি জাতীয়তাবাদী পাটশ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।
এদিকে, চট্টগ্রাম-৪ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী। এর আগে ওই আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
জানা গেছে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ইতোমধ্যে ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে চট্টগ্রাম-১১ ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন দুটি প্রথমে ফাঁকা রাখা হয়েছিল। সর্বশেষ ঘোষণার মাধ্যমে চট্টগ্রাম-১১ আসন পূরণ হলেও এখনো চট্টগ্রাম-১৪ আসনটি ফাঁকা রয়েছে।
চট্টগ্রাম-১১ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরীও।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর রাতে গুলশান কার্যালয় থেকে প্রথম দফায় চট্টগ্রামের ১০টি আসনের প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে আরও তিনটি আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়। সর্বশেষ গতকাল (শনিবার) দুটি আসনের প্রার্থী ঘোষণা করা হলে এখন পর্যন্ত কেবল একটি আসনের মনোনয়ন বাকি রয়েছে।