সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন করতোয়া নদীর পাড় অবৈধভাবে কেটে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ফেরদৌস সরকার ভেকু মেশিন ব্যবহার করে নদীর পাড় থেকে মাটি কেটে প্রতিদিন ট্রাকযোগে স্থানীয় ইটভাটায় সরবরাহ করছেন।
এলাকাবাসী জানান, গত দুই থেকে তিন দিন ধরে এভাবে মাটি কাটার ফলে নদীর পাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে নদীর পাড়ের পাশের কৃষিজমি, ফসল এবং স্থানীয়দের চলাচলের রাস্তা হুমকির মুখে পড়েছে। আসন্ন বর্ষা মৌসুমে নদীভাঙন ও জলাবদ্ধতা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, চান্দাইকোনা–রানীরহাট সড়কসংলগ্ন সারুটিয়া এলাকায় নদীর পাড়ে প্রায় পাঁচ ফুট গভীর করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। কাটা মাটি ড্রাম ট্রাকে করে ইটভাটায় নেওয়া হচ্ছে। নদীর পাশেই কয়েক বিঘা ফসলি জমি থাকায় ক্ষতির শঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকেরা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌস সরকার। তিনি বলেন, নিজের জমিতে ধান চাষের প্রস্তুতির জন্য মাটি অন্যত্র সরানো হচ্ছে এবং ভূমি অফিসে আবেদন করে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী মো. ফিরোজ আহমেদ জানান, মাটি কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি এবং তার এমন অনুমতি দেওয়ার এখতিয়ারও নেই।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, করতোয়া নদী বা নদীপাড়ের মাটি কাটার কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।