বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আমাদের নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন। দেশে প্রায় ৯৫ শতাংশ মানুষ মুসলিম, তাই আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন হবে না।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ও উলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ বর্তমানে ক্রান্তিকাল পার করছে। কিছুসংখ্যক মানুষ পেছন থেকে কাজ করে দেশের অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে ও নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে ও আমাদের লক্ষ্য হবে সেটি যেন সম্ভব না হয়।
তিনি উল্লেখ করেন, এটি আমার শেষ নির্বাচন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। বেগম জিয়া ৬ বছর কারাগারে থাকার পর মুক্ত হয়েছেন। তিনি বর্তমানে অসুস্থ ও হাসপাতালে আছেন, তার জন্য দোয়া করবেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।